কলেজ শিক্ষকের বিরুদ্ধে জেলা পরিষদের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ 94 0
কলেজ শিক্ষকের বিরুদ্ধে জেলা পরিষদের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ
ওয়াহিদুজ্জামান অর্ক:
৮ সেপ্টেম্বর২৯২১্ইং কুষ্টিয়ার কুমারখালীতে জেলা পরিষদের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে,কুমারখালী সরকারি কলেজের পরিসংখ্যান বিষয়ের শিক্ষক আব্দুল মজিদের বিরুদ্ধে। মঙ্গলবার ভোর থেকে পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণ কাজ অব্যাহত রাখায় পুলিশ কঠোর অবস্থানে গিয়ে কাজ বন্ধ করে দেয়।
এলাকাবাসী ও জেলা পরিষদের জায়গার ইজারাকৃত মালিক জাহাঙ্গীর আলম জানান,তিনি দীর্ঘ ৫ বছর যাবত জায়গা ইজারা নিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন। শারীরিকভাবে অসুস্থ হবার কারনে দোকান বন্ধ রাখেন। বর্তমানে তিনি দোকানটি সেমিপাকা করতে গেলে তার পার্শ্ববর্তী কলেজ শিক্ষক আব্দুল মজিদ নির্মাণ কাজে বাধা প্রদান করে এবং মঙ্গলবার ভোর থেকে কলেজ শিক্ষক জোরপূর্বক তার জায়গার উপর নির্মাণ কাজ শুরু করে। তিনি বাধা দিতে গেলে মজিদের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে তাদের উপর চড়াও হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কাজ বন্ধ করে দেয়। কিন্তু পুলিশ চলে যাওয়ার সাথে সাথে তারা আবার কাজ শুরু করে। পরবর্তীতে ওসির নেতৃত্বে থানা পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান,কাজ বন্ধ করে দেয়া হয়েছে। এবং জেলা পরিষদের সার্ভেয়ার দিয়ে জায়গা পরিমাপ করে পূণরায় প্রকৃত মালিককে কাজ করার কথা বলা হয়েছে।